জব্দকৃত কারেন্ট জাল আগুনে পোড়ানো হচ্ছে। ছবি: পুলিশ নিউজ

নোয়াখালীর নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৮১ হাজার মিটার অবৈধ কারেন্ট, চরঘেরা ও বেহুন্দি জাল জব্দ করেছে। এ ছাড়া ১২ কেজি জাটকাও জব্দ করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হাতিয়া থানাধীন মেঘনা নদী থেকে পরিত্যক্ত অবস্থায় এসব জাল জব্দ করা হয়।

জব্দকৃত জালের আনুমানিক দাম ১ কোটি ২৬ লাখ টাকা এবং জাটকার দাম ৬ হাজার টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।