নিহত সাংবাদিক আবদিআজিজ মোহামুদ গুলেদ। ছবি: সংগৃহীত

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ হামলা হয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, নিহত ওই সাংবাদিক জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের সমালোচক ছিলেন।

নিহত সাংবাদিকের নাম আবদিআজিজ মোহামুদ গুলেদ। তিনি আবদিআজিজ আফ্রিকা নামেও পরিচিত ছিলেন। গুলেদ রেডিও মোগাদিসুর জন্য কাজ করতেন।

শনিবার দুপুরে রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটান একজন আত্মঘাতী বোমা হামলাকারী। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।

জঙ্গিগোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ওই সাংবাদিককে লক্ষ্য করেই হামলা চালায় তারা।

পুলিশ সূত্রের বরাতে রেডিও মোগাদিসু বলছে, রেস্তোরাঁর পাশে থাকা একটি গাড়ির সামনে ওই হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটান। ওই সময় সাংবাদিক গুলেদের সঙ্গে ছিলেন সোমালিয়ার ন্যাশনাল টিভির পরিচালক ও একজন গাড়িচালক।