সোমালিয়ার মধ্যাঞ্চলে আল শাবাব জঙ্গিদের দুটি গাড়িবোমা বিস্ফোরণে একই পরিবারের আট সদস্যসহ কমপক্ষে ৩৫ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা এ তথ্য জানান। খবর রয়টার্সের।

হিরশাবেল রাজ্যের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম বলেন, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তাঁদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ৯ জন সদস্যের একটি পরিবারের মাত্র একটি শিশু বেঁচে আছে। এ ছাড়া অন্য পরিবারগুলোও তাদের অর্ধেক সদস্যকে হারিয়েছে। দুটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে অনেক বেসামরিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আল শাবাবের মিডিয়া অফিস এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, ‘ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।