সেপ্টেম্বরে সেরা পুলিশ সদস্যদের ক্রেস্ট, সনদ ও অর্থ পুরস্কার দেয় রংপুর মেট্রোপলিটন পুলিশ। ছবি: আরপিএমপি

রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তাসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সনদ ও অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

গতকাল রোববার রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার দেওয়া হয়।

সেপ্টেম্বরে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আরপিএমপির ক্রাইম বিভাগের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে মনোনীত হয়েছেন হারগাছা থানার জিল্লুর রহমান। কোতোয়ালি থানার মো. শাহজাহান হয়েছেন শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই)।

আরপিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়েছেন আই.এইচ. লাকু সরকার। এ ছাড়া ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে মনোনীত হয়েছেন ট্রাফিক দক্ষিণের সার্জেন্ট বায়েজীদ বোস্তামী।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন আরপিএমপির কমিশনার আবদুল আলীম মাহমুদ বিপিএম।