ম্যাচে জয়ী পাকিস্তান দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: এএফপি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচও দাপটের সঙ্গে জিতেছে পাকিস্তান।

গ্রুপ-২-এ রোববার পাকিস্তান ৭২ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। এতে ৫ খেলার সব কটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। খবর বাসসের।

সেমিফাইনালে গ্রুপ-১-এ রানারআপ হওয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। আগামী ১১ নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া।

এর আগে ১০ নভেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলবে গ্রুপ ১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ ২ রানারআপ নিউজিল্যান্ড।

শারজাহতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান। বাবর ও মালিকের জোড়া হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় দলটি। শেষ ৮ ওভার থেকেই ১১৪ রান তুলে পাকিস্তান।

১৯০ রানের টার্গেটে ৪১ রানে ৪ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে স্কটল্যান্ড। তবে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন চার নম্বরে নামা রিচি বেরিংটন। কিন্তু অন্য ব্যাটারদের সহায়তা না পাওয়ায় সেটি সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত বেরিংটনের হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১১৭ রান করে ম্যাচ হারে স্কটল্যান্ড।