পুলিশি হেফাজতে আসামি। ছবি: পুলিশ নিউজ

যশোরের পালবাড়ী তেঁতুলতলা এলাকায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টার হোতা কামরুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে নড়াইলের কালিয়া থানাধীন যাদবপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

আসামি কামরুল ইসলাম কোতোয়ালি থানাধীন নূরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ৮ এপ্রিল রাতে পালবাড়ী তেঁতুলতলা এলাকায় নিজ দোকানে ছুরিকাঘাতে আহত হন অবসরপ্রাপ্ত সেনাসদস্য আনোয়ার হোসেন। প্রথমে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে যশোর সিএমএইচে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ১০ এপ্রিল কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিকে শনাক্ত করে পুলিশ। পরে শহরের কাজীপাড়া, পালবাড়ী ও কালীগঞ্জের বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ভাড়াটে চাকু মারা পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যাচেষ্টায় ব্যবহৃত চাকু এম এম কলেজের পুরাতন ছাত্রাবাস চত্বর থেকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে পাঁচ আসামি আদালতে জবানবন্দি দেন। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।