অং সান সু চি। ছবি: সংগৃহীত

নোবেলজয়ী অং সান সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়ার আগে একটি জান্তা আদালত আগামী সপ্তাহে ১৮ মাসব্যাপী বিচারের চূড়ান্ত যুক্তি শুনবে বলে জানিয়েছে একটি সূত্র।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সু চি বন্দি জীবনযাপন করছেন। খবর বাসসের।

সু চিকে ১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। দুর্নীতি থেকে শুরু করে অবৈধভাবে ওয়াকিটকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে তাঁকে অভিযুক্ত করা হয়েছে।

জান্তা আদালত ২৬ ডিসেম্বর দুর্নীতির অবশিষ্ট পাঁচটি অভিযোগের সঙ্গে সম্পর্কিত উভয় পক্ষের ‘চূড়ান্ত যুক্তি’ শুনবে। মামলা সংশ্লিষ্ট একটি সূত্র এ কথা জানিয়েছে।

সূত্রটি বলে, ‘এই পর্যায়ের পরে রায় দেওয়া হবে।’