পুরোনো ছবি

সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগারের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। খবর বাংলাদেশ প্রতিদিনের।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার রূপার খালের চর থেকে বাঘের মৃতদেহটি পাওয়া যায়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সুন্দরবন বিভাগের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় ১৫ থেকে ১৬ বছরের পূর্ণ বয়স্ক পুরুষ এই বাঘ খালের চরে পড়ে থাকতে দেখেন। পরে বনরক্ষীরা শব্দ করলেও বাঘটি নড়াচড়া না করায় কাছে গিয়ে দেখতে পান, বাঘটি মারা গেছে।

মুহাম্মদ বেলায়েত হোসেন আরও বলেন, বাঘটি গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। দাঁত-নখ ও চামড়াসহ সব অঙ্গপ্রত্যঙ্গ ঠিক রয়েছে।

সুন্দরবন বিভাগ জানিয়েছে, বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে শরণখোলা রেঞ্জ অফিসে ময়নাতদন্ত হবে।