সুনামগঞ্জ সদর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। ১০ আগস্ট (বৃহস্পতিবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. জাহিদুল ইসলাম জনি (২৭), মো. শাকিল আহম্মদ (২৫), রূপন বর্মন (২৯) ও মো. আতিকুর রহমান (২২)।

জেলা পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার মল্লিকপুর শাপলাবাগে ৬ আগস্ট রাত পৌনে ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পেয়ে সদর মডেল থানা-পুলিশ কাজ শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ১০ আগস্ট রাত পৌনে ১১টার দিকে থানা-পুলিশের একটি দল সিলেটের জালালাবাদ থানার চান্দীআলা আখালিয়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ও শাকিলকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে তাঁদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর দুই আসামি রূপন ও আতিকুরকে গ্রেপ্তার করা হয়। অটোরিকশা চুরির ঘটনায় সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।