সুনামগঞ্জ পুনাকের উদ্যোগে জরায়ুমুখ ক্যানসার নিয়ে আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি: পুলিশ নিউজ

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সুনামগঞ্জ জেলা শাখা এবং ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপটার উদ্যোগে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনস মিলনায়তনে ওই কর্মশালা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুনাকের সহসভানেত্রী সামিরা কাওসার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা পুনাকের সাধারণ সম্পাদক সুনন্দা দাস, কোষাধক্ষ মাশরুফা তানিয়া, সদস্য শতদ্রু সাহা।

অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ জেলা পুনাকের সহসভানেত্রী সামিরা কাওসার কর্মশালার উদ্বোধন ঘোষনা করেন। পরবর্তী সময়ে ইনসেপটার প্রতিনিধিরা জরায়ুমুখ ক্যানসারের কারণ ও প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ওই সময় তাঁরা বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।

কর্মশালায় সুনামগঞ্জ জেলা পুলিশে কর্মরত সব পদমর্যাদার নারী সদস্যসহ ইনসেপটা কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।