পুলিশি হেফাজতে পাঁচ আসামি এবং উদ্ধার করা মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (১৮ মার্চ) দোয়ারাবাজার ও ছাতক থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন খলিলুর রহমান (২৪), মো. আল আমিন (২৮), মো. মনির উদ্দিন (৫২), কয়েছ মিয়া (২৩) ও ছয়ফুল ইসলাম (৩৩)।

সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, গত বুধবার (১৫ মার্চ) সুনামগঞ্জ সদর থানা এলাকার একটি বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় শনিবার সুনামগঞ্জ সদর থানায় মামলা করেন ভুক্তভোগী মো. জাবেদ আহমদ। মামলা করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় চুরি যাওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছেন আসামিরা। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।