সুনামগঞ্জ ডিবির হেফাজতে গ্রেপ্তার ২ মাদক কারবারি। ছবি : বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাসুদ রানা বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ২০ বোতল মদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন। সোমবার (১০ জুন) রাতে দোয়ারাবাজার থানাধীন বাংলাবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার থানার বাংলাবাজার উস্তিঙ্গেরগাঁও গ্রামের আইয়ূব আলীর ছেলে আক্তার হোসেন (২১) এবং একই গ্রামের সুরুজ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০)।

গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার-সংলগ্ন সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২০ বোতল অফিসার’স চয়েস নামের আমদানিনিষিদ্ধ মদ জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।