পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে পুলিশ। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ১৮ মার্চ (শনিবার) অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অন্যান্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

জেলা পুলিশ জানায়, অনুষ্ঠানে জেলা পুলিশ লাইন্স স্কুল থেকে মেধা বৃত্তিপ্রাপ্ত চারজন শিক্ষার্থীসহ প্রতি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে উপহার সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা পুলিশ লাইন্স স্কুলের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্।
পুলিশ লাইন্স স্কুলের কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্। ছবি: বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক, পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।