সুনামগঞ্জে ছাতক থানা–পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জের ছাতক থানা এলাকা থেকে ১১ মে (বৃহস্পতিবার) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের নাম আজিজুর রহমান ফয়সাল (৩০), ইয়াছিন আহমেদ (২৮) ও উজ্জল খাঁন (২৬)। তাদের কাছ থেকে দেড় হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, ছাতক থানা–পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ মে দুপুর আড়াইটার দিকে ছাতক থানার জাউয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩০ বস্তায় ১ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনিসহ আজিজুর, ইয়াছিন ও উজ্জলকে গ্রেপ্তার করেছে। তারা জব্দকৃত ভারতীয় চিনি আমদানি সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।