সুনামগঞ্জে জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে জেলা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

১৭ এপ্রিল (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়েছে।

জেলা পুলিশ জানায়, সুনামগঞ্জে বিভিন্ন থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টায় জিআর পরোয়ানাভূক্ত পাঁচজন (জগন্নাথপুর থেকে একজন ও ধর্মপাশা থেকে চারজন), সিআর পরোয়ানাভূক্ত দুজন (ছাতক থেকে একজন ও তাহিরপুর থেকে একজন), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজন, অন্যান্য মামলায় ১১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন, ১৫১ ধারায় ১৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় একজনকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া পুলিশের এসব অভিযানে ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৩০০ টাকা ও ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।