সুনামগঞ্জে বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিগত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে ১১ এপ্রিল (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জেলা পুলিশ জানায়, জেলা পুলিশের বিভিন্ন থানা বিশেষ অভিযান পরিচালনা করে বিগত ২৪ ঘণ্টায় জিআর পরোয়ানাভুক্ত ১১ জন (সদর থানা এলাকা থেকে একজন, ছাতক থানা এলাকা থেকে একজন, জগন্নাথপুর থানা এলাকা থেকে একজন, তাহিরপুর থানা এলাকা থেকে দুজন, বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে দুজন, শাল্লা থানা এলাকা থেকে একজন, মধ্যনগর থানা এলাকা থেকে একজন, শান্তিগঞ্জ থানা এলাকা থেকে দুজন), সিআর পরোয়ানাভুক্ত ছয়জন (ছাতক থানা এলাকা থেকে দুজন, তাহিরপুর থানা এলাকা থেকে একজন, বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে একজন, জামালগঞ্জ থানা এলাকা থেকে একজন, শান্তিগঞ্জ থানা এলাকা থেকে একজন), জিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, (তাহিরপুর), সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন (ছাতক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজন ও অন্যান্য মামলায় ছয়জনসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিগত ২৪ ঘণ্টার অভিযানে ৫৬ বোতল বিদেশি মদ এবং ২৫৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।