সুনামগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ২৪৩ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশ ২১ মার্চ (বৃহস্পতিবার) থানা এলাকায় অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তার আসামির নাম আব্দুর রহমান (৩০)। তাঁর কাছ থেকে জব্দ ২৪৩ বস্তা ভারতীয় চিনির ওজন ১২ হাজার ১৫০ কেজি। এই চিনির আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ১৫ হাজার টাকা।

জেলা পুলিশ জানায়, সুনামগঞ্জের মধ্যনগর থানা-পুলিশের একটি দল ২১ মার্চ বেলা পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার কালাঘর গ্রামে পলাতক আসামি মোস্তফা মিয়া ওরফে মস্তুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুর রহমানকে গ্রেপ্তার ও ২৪৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। আব্দুর রহমান জব্দ করা চিনির আমদানিসংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে আব্দুর রহমান ও পলাতক মোস্তফা মিয়ার বিরুদ্ধে মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।