সুনামগঞ্জের ধর্মপাশা থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে ৯০ বস্তা ভারতীয় চিনিসহ চার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। ধর্মপাশা থানা-পুলিশ ৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের নাম এরশাদ (৩৭), মো. আবুল কাউছার (৪০), মো. হেলাল মিয়া (৫০) ও মো. শফিকুল ইসলাম (৩৭)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপাশা থানা-পুলিশের একটি দল ৩ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে থানার পাইকুরাটি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৯০ বস্তা ভারতীয় চিনি, দুটি ট্রলি ভ্যানসহ এরশাদ, কাউছার, হেলাল ও শফিকুলকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে জব্দ করা চিনির আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, চোরাচালানের মাধ্যমে তাঁরা ভারতীয় চিনি দেশে এনেছিলেন। তাঁদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।