সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় কয়লাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের তাহিরপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে ৮০৩ বস্তায় ১৬ হাজার কেজি ভারতীয় কয়লাসহ দুলাল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাহিরপুর থানা এলাকা থেকে ১৩ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা-পুলিশের একটি দল ১৩ জুলাই দিবাগত রাত সোয়া তিনটার দিকে তাহিরপুর থানার কলাগাঁও গ্রামে দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় দুলালের বাড়ির উঠানে ২০ কেজির ৮০৩টি বস্তায় ১৬ হাজার ৬০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। এসব কয়লার আনুমানিক দাম ২ লাখ ৫৬ হাজার ৯৬০ টাকা। এরপর দুলাল মিয়াকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান হাবিবুর রহমান ওরফে হাবিব সরদার (৫০) নামের এক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, তিনি ও পলাতক আসামি হাবিবুর পরস্পর যোগসাজশে শুল্ক ফাঁকি দিয়ে ওই কয়লা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনেছিলেন। তাঁদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।