ফেনী সদরে সুনামগঞ্জ জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার হত্যা মামলার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জের একটি হত্যা মামলার প্রধান আসামিকে ফেনী সদর থেকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। ১৩ মে (শনিবার) তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম সৈয়দ হুসবান আহমদ (৩৫)। তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশ জানায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সৈয়দপুর ঈশানকোনা এলাকায় গত ২৮ এপ্রিল রাতে পূর্বশত্রুতার জেরে সৈয়দ হুসবান আহমদ এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রতিপক্ষের সৈয়দ জামাল (৪৫) নিহত হন। বেশ কয়েকজন আহতও হন। এ ঘটনায় ১ মে জগন্নাথপুর থানায় সৈয়দ আলমগীর (৪৭) ওল তাঁর ভাই সৈয়দ হুসবান আহমদ (৩৫), মো. আবুল হাসান (৫৫), সৈয়দ মাহফুজ আহমদ (২৫) ও সৈয়দ ইসহাক আহমদের (২০) নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে সুনামগঞ্জ জেলা পুলিশ মৌলভীবাজার, ঢাকা, ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ১৩ মে ফেনী সদর থেকে সৈয়দ হুসবান আহমদকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।