সুনামগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় চিনি, শাড়িসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শাড়িসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকায় ২২ মে (সোমবার) দিবাগত রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম আলাল হোসেন খান (৪৩) ও আফজাল হোসেন খান (২৩)।

জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ২২ মে দিবাগত রাত ২টার দিকে বিশ্বম্ভরপুর থানার ধনপুর ইউনিয়নের মধ্যনগর এলাকায় অভিযান চালিয়ে আলাল ও আফজালকে ৩ হাজার ৪০০ কেজি ভারতীয় চিনি, ৬৮টি ভারতীয় শাড়িসহ গ্রেপ্তার করেছে। আসামিরা ভারতীয় চিনি ও শাড়ি আমদানিসংক্রান্ত বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাঁদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।