নোয়াখালীর সুধারাম থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর সুধারাম থানা-পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ চুরি করা মালপত্র উদ্ধার করা হয়। ১২ ডিসেম্বর (সোমবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন আসামির নাম আব্দুল মান্নান ওরফে মনা (২৯), মো. মহিন উদ্দিন (৩২) ও আব্দুর রশিদ ওরফে বয়না (৪২)।

জেলা পুলিশ জানায়, নোয়াখালীর সুধারাম থানার সোনাপুরে গত ১৯ নভেম্বর একটি দোকানের টিনের চাল কেটে স্যানিটারি সামগ্রী চুরি করে চোর চক্র। এ ঘটনায় সুধারাম থানায় মামলা হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। ১২ ডিসেম্বর বিকেলে সুধারামের এওয়াজবালিয়া ইউনিয়ন থেকে চোর চক্রের হোতা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সোনাইমুড়ী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মহিন উদ্দিন ও আব্দুর রশিদকে। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই পণ্য উদ্ধার করা হয়। তিন আসামিকে আদালতে পাঠানো হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আব্দুল মান্নান।