অভ্যুত্থানের গুঞ্জনে সড়কে নেমে এসেছে সাধারণ মানুষ। ছবি: রয়টার্স

সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারাসহ অন্য কয়েকজন বেসামরিক নেতা গ্রেপ্তার হয়েছেন। দেশজুড়ে সামরিক অভ্যুত্থানের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। তবে সেনাবাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ওই নেতাদের গতকাল সোমবার সুর্যোদয়ের আগে কোন বাহিনী বা গোষ্ঠী গ্রেপ্তার করল, তা-ও পরিষ্কার হওয়া যায়নি। খবর বিবিসির।

গ্রেপ্তারকৃত বেসামরিক নেতাদের মধ্যে প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোকও রয়েছেন। তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

তবে বেসামরিক নেতাদের গ্রেপ্তারের বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি। তবে গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো জনসাধারণকে সড়কে নেমে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে।

সুদানের দীর্ঘদিনের শাসক ওমর আল-বশির দুই বছর আগে ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকেই সামরিক ও বেসামরিক নেতাদের মধ্যে একধরনের দ্বন্দ্ব চলে আসছে। এরপর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সুদানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওই নেতাদের গ্রেপ্তার করেছে ‘যৌথ সামরিক বাহিনী’। গ্রেপ্তারকৃতদের অজ্ঞাত জায়গায় রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছে, রাজধানী খার্তুমে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ক্ষুব্ধ সাধারণ মানুষ সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে। শহরজুড়ে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী নেমেছে। সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে। খার্তুম বিমানবন্দরও বন্ধ রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে।