ছবি : সংগৃহীত

সুদানের দারফুর অঞ্চলের পশ্চিমাঞ্চলীয় ক্রেইনিক শহরে প্রতিদ্বন্দ্বী গোত্রের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৬৮ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছেন।

সোমবার (২৫ এপ্রিল) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

শরণার্থী সহযোগিতা সংস্থা জেনারেল কো-অর্ডিনেশন ফর রিফুজিস অ্যান্ড ডিসপ্লেসড ইন দারফুর মুখপাত্র আদম রেগাল বলেন, গত শুক্রবার এই সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় রোববার (২৪ এপ্রিল) অন্তত ১৬০ জন নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ৯৮ জন।

সংঘর্ষ এখনো চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি।