স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে কাউকে দোষী পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ফায়ার ফাইটার শাকিল তরফদারের জানাজা শেষে মঙ্গলবার রাজধানীর ফুলবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর বাসসের।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে কারও গাফিলতি পাওয়া গেলে দলমতনির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমাদের উচ্চপর্যায়ের তদন্ত দল চট্টগ্রামে কাজ করছে। সেখানে কিছু একটা ঘটছে বলে ধারণা করা হচ্ছে, তদন্তে তা বেরিয়ে আসবে।’