সিলেট নগরীতে ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৫০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসএমপির কোতোয়ালি থানা এলাকা থেকে ৫ জুন (বুধবার) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম আবেদ আহমদ (৩২)।

এসএমপি জানায়, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুন সন্ধ্যা ৭টার দিকে এসএমপির কোতোয়ালি মডেল থানার সওদাগরটুলা এলাকায় অভিযান চালিয়ে আবেদ আহমদকে ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।