সিলেটে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কয়েকজন। ছবি: সিলেট মেট্রোপলিটন পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা-পুলিশ আজ সোমবার পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, ওই থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিনের দিকনির্দেশনায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মফিজুর রহমান ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়ার জাহানারা বেগমের বাসার কাছে অভিযান চালিয়ে শেখ মো. জীবন মিয়াকে (২২) তিনটি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ৩ হাজার ২৫০ টাকাসহ গ্রেপ্তার করেন।

এদিকে রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত এএসআই মো. এখলাছুর রহমান সঙ্গীয় ফোর্সদের সহায়তায় এয়ারপোর্ট থানাধীন বড়শালা নতুন বাজার এলাকায় অনৈতিক কাজে লিপ্ত থাকায় নূর উদ্দিন (২৮) ও আফনান লাভলী (২০) নামের দুজনকে গ্রেপ্তার করেন।

এ ছাড়া এএসআই মো. আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন আম্বরখানা পয়েন্ট থেকে পলাশ হোটেল পর্যন্ত পাকা রাস্তার ওপর ফুটপাতে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে মো. কবির হোসেন (২১) ও মো. কুদরতুল্লাহ (২২) নামের দুজন হকারকে গ্রেপ্তার করেন।

এ ছাড়া এসআই পলাশ চন্দ্র দাশ ও এএসআই মো. রিমন খাঁন এয়ারপোর্ট থানার জিআর-২১৫/২০২০ এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আল আমিনকে (২২) গ্রেপ্তার করেন।