গ্রেপ্তারকৃত চার জুয়াড়ি। ছবি : এসএমপি প্রতিনিধি

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ চারজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (১ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অফিশিয়াল ফেসবুক পেজের একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

এসএমপি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আবুল হাসেম মজুমদারের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালি মডেল থানাধীন কানিশাইল রোডের একটি চায়ের দোকানে অভিযান চালান। অভিযানে ওই চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন মো. ইসলাম উদ্দিন (৩৯); তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার বারকাছন গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেটের কোতোয়ালি থানার মজুমদারপাড়া এলাকায় বাস করেন। মো. আবু (২৬); তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বেরেনগা গ্রামের বাসিন্দা। তবে বর্তমানে তিনি কোতোয়ালি থানার মজুমদারপাড়া এলাকায় বাস করেন। মো. বিল্লাল মিয়া (২৮); তিনি দিনাজপুর জেলার কাহারুল থানার রামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে কোতোয়ালি থানার শামীমাবাদ এলাকায় বাস করেন। মো. ছামিরুল (৩২); তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার চকচকা গ্রামের বসিন্দা। বর্তমানে তিনিও কোতোয়ালি থানার শামীমাবাদ এলাকায় বাস করেন।

গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রীসহ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে তীর শিলং জুয়ার বোর্ডটি পরিচালনা করছিলেন।

উক্ত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।