সিলেট জেলা পুলিশ লাইনসে পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেটে পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

সোমবার (১০ জুন) সিলেট জেলা পুলিশ লাইনসে ১০তলা ভিতবিশিষ্ট ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, এটিইউর ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।