সিলেটে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার তিনজন। ছবি: সিলেট মেট্রোপলিটন পুলিশ

সিলেটে পাঁচটি ককটেল ও ছাত্রশিবিরের বিভিন্ন বই, অন্যান্য সামগ্রীসহ সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন চৌহাট্টা-সংলগ্ন আলিয়া মাদ্রাসার পুরাতন টিন শেড পাঠাগারের ভেতর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ওই পাঠাগারে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের কর্মীরা জড়ো হয়েছেন এমন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদের দিকনির্দেশনায় হজরত শাহজালাল মাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মো. আবু সাঈদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে কোতোয়ালি মডেল থানাধীন চৌহাট্টাসংলগ্ন আলিয়া মাদ্রাসার পুরাতন টিন শেড পাঠাগারের ভেতর অভিযান চালিয়ে শাহার আহমদ (২৮), মো. আমিনুর রহমান (২৭) এবং তানভীর আহমদকে (২৩) গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের হেফাজত পাঁচটি ককটেল ও ছাত্রশিবিরের পরিচালনার বিভিন্ন বই ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মো. আবু সাঈদ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন।