জুয়া খেলার সময় সিলেট ডিবির অভিযানে গ্রেপ্তার হন ১০ জন। ছবি: এসএমপি

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে শিলং জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার হয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টহল দল বুধবার রাত সোয়া আটটার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগান এলাকায় সুমনের বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের এয়ারপোর্ট থানার সাহেদ মিয়ার কলোনির বাসিন্দা ফয়জুউদ্দিন (৫৫), জেলার জকিগঞ্জের আনারসি এলাকার দিনার আহমদ হৃদয় (৩৫), এয়ারপোর্ট থানার কলবাখানি এলাকার মাসুম আহমদ (৩০), জকিগঞ্জের আকাশ মল্লিক এলাকার লিটন আহমদ (৩৮), এয়ারপোর্ট থানার ফড়িংউড়া এলাকার ফয়জুর রহমান (৪১), শাহপরান (রহ.) থানার বালুচর আল-ইসলাহ এলাকার রুমন আহমদ (২৬), এয়ারপোর্ট থানার বনকলাপাড়া এলাকার সুমন মিয়া (২২), একই থানার পশ্চিম পীর মহল্লার মো. মোস্তফা (৪৫), মজুমদারপাড়া এলাকার মনু মিয়া (৪৫) ও জকিগঞ্জের নানকার (বদরপুর) এলাকার মো. সোলেমান (৩৯)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ওই ১০ জন দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়ার বোর্ডটি পরিচালনা করে আসছিলেন। জুয়ার নেশায় দিনমজুর শ্রেণির লোকজন সর্বস্বান্ত হচ্ছে।

আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় নিয়মিত মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।