উগ্রবাদ প্রতিহত করতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে।

সিলেটে উগ্রবাদ প্রতিহতের অংশ হিসেবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে হোটেল সুপ্রিম মিরাবাজার, সিলেটে দি এশিয়ান ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহযোগিতা এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ফেয়ার্সের (আইডিয়া) আয়োজনে কর্মশালার উদ্বোধন হয়।

এতে সভাপতিত্ব করেন আইডিয়ার নির্বাহী পরিচালক নাজমুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন দি এশিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার হামিদুল হক।

উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইডিয়ার প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুদীপ চৌধুরী, প্রতিষ্ঠানটির ট্রেনিং অ্যান্ড প্রোগ্রাম অফিসার রোজীনা চৌধুরী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়ার শৈলেন্দ্র দেবনাথ, কংকর কান্তি দাশ, সুজিত দাশ ও সামিউল কবির।