মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূঞা বিপিএম-সেবা। ছবি: কেএমপি

আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

রোববার দুপুর ১২টা ১০ মিনিটে খালিশপুরে আইডিবি ভবনে এ মতবিনিময় সভা শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা।

প্রার্থী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) মো. সাজিদ হোসেন ও উপকমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খালিশপুর থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল গীয়াস।