সিএমপি স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছবি: সিএমপি

সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
দামপাড়ায় সিএমপির মাল্টিপারপাস শেডে বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শামসুল আলম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান ও উপকমিশনার (সদর) আমির জাফর বিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ বছর সিএমপি স্কুল অ্যান্ড কলেজের ২৫১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।