পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের বিচক্ষণতায় তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে নগরীর বন্দর থানাধীন রোহিঙ্গা পাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে অপহৃতদের উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ইসমাইল হোসেন মুন্না, মো. ফাহাদ আল কাদেরী ও মো. সোলেমান হোসেন শাকিল।

ডিবির (বন্দরও পশ্চিম) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকা থেকে থেকে ভুক্তভোগীদের অপহরণ করা হয়। এরপর আসামিরা ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না পাওয়ায় ভুক্তভোগীদের মারধর করেন এবং হত্যার হুমকি দেন।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার এবং অপহৃতদের উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।