পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (১৩ মে) নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার পার্শ্ববর্তী শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকার একটি ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মোহাম্মদ শরীফ ওরফে সজীব ওরফে কালু (৩৫) ও নাজমা বেগম (৪৮)।

সিএমপি ডিবির (উত্তর ও দক্ষিণ) উপপুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন জানান, আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে।