পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা চোলাই মদ। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি-বন্দর) অভিযানে ১ হাজার ৩৩০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন বণিক পাড়ার একটি বাড়ি থেকে মদসহ আসামি রতম চাকমাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মদসহ রতনকে গ্রেপ্তার করা হয়। বান্দরবান থেকে মদ সংগ্রহ করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি। পাহাড়তলী থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।