পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা প্রাইভেট কার। ছবি : বাংলাদেশ পুলিশ

চোরাই প্রাইভেট কারসহ একজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের সদস্যরা।

গত সোমবার (১৩ মে) নগরীর চান্দগাঁও থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের নজরুল ভবন থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আসামির পরিচয় প্রকাশ করা হয়নি।

সিএমপি ডিবির উপপুলিশ কমিশনার (বন্দর ও পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন জানান, ৬ মে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুরের মোবারক আলী সওদাগর রোডের একটি ভবন থেকে গাড়িটি চুরি যায়। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ উদ্দিন। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধার করা হয়।