পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে ২ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রোববার (১৯ মে) নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে আসামি মো. ফোরকানকে (৩২) গ্রেপ্তার করা হয়।

সিএমপি ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।