পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা আগ্নেয়াস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বন্দর ও পশ্চিম বিভাগের অভিযানে বুশ বাহিনীর প্রধান মো. আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে জব্দ করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি, একটি চায়নিজ কুড়াল ও সাড়ে তিন কেজি গাঁজা।

সোমবার (১৪ আগস্ট) নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবির (বন্দর ও পশ্চিম) উপপুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অস্ত্রসহ আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।