পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (১০ জুন) নগরীর বায়েজিদ বোস্তামী ও চকবাজার থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. জানে আলম ও মো. এরশাদুল হক চৌধুরী (৫২)।

পাঁচলাইশ থানার এএসআই সোহেল আহমেদ জানান, অর্থঋণের মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলমকে বায়েজিদ বোস্তামী থানাধীন শ্যামলছায়া আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার এসআই নিদর্শন বড়ুয়া জানান, চকবাজার থানা এলাকা থেকে আসামি এরশাদুলকে গ্রেপ্তার করা হয়।