সিএমপির চকবাজার থানার অভিযানে গ্রেপ্তার চারজন। ছবি: সিএমপি

ডাকাতির ৮০ হাজার টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশ।

সিএমপি জানায়, গত ৬ মার্চ বিকেল ৪টা ৫৫ মিনিটে মো. রিয়াজ নামের এক ব্যক্তি রিকশায় করে তাঁর মুরাদপুরের অফিসে যাচ্ছিলেন। পথে চকবাজার থানাধীন চন্দনপুরার সিরাজদৌল্লা রোডে চন্দনপুরা মসজিদের উত্তর পাশে পৌঁছালে একটি প্রাইভেট সিএনজিচালিত অটোরিকশায় আসা চারজন মানুষ তাঁকে অটোরিকশায় তুলে নেন এবং তাঁর কাছে থাকা পাঁচ লাখ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সিএমপির চকবাজার থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে চকবাজার থানার একটি আভিযানিক দল ঘটনায় ব্যবহৃত প্রাইভেট অটোরিকশাটি উদ্ধার করে এর চালককে গ্রেপ্তার করেন। চালক ফারুক মামলার ঘটনার বিবরণ দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সেই জবানবন্দির ভিত্তিতে ঘটনার হোতা টিপুকে গ্রেপ্তারের জন্য একাধিকবার চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার এড়াতে টিপু আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে সোমবার এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে টিপুর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত জনি, শফিকুল ইসলাম ও আহমদ নূরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী লুণ্ঠিত ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।