সিএমপির কাউন্টার টেররিজম বিভাগের অভিযানে গ্রেপ্তার ব্যক্তি। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম বিভাগের সোমবারের অভিযানে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির সংঘবদ্ধ চক্রের এক সদস্য গ্রেপ্তার হয়েছেন।

ওই সময় তাঁর কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযুক্ত জয়নাল আবেদীনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এ পর্যন্ত জালিয়াতির মাধ্যমে তিনি ৫০টির বেশি জন্মনিবন্ধন সনদ বানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তি প্রতিটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে গড়ে দেড় হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা নিতেন। এ ছাড়া তিনি রোহিঙ্গাদের বাংলাদেশের জন্মনিবন্ধন সনদসহ জাতীয় পরিচয়পত্র সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন।