জব্দ করা মালামালসহ গ্রেপ্তার ২ আসামি। ছবি : সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার অভিযানে চুরি হওয়া ১৫ লাখ টাকার মালামালসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সিএমপি ইপিজেড থানাধীন সেকশন সেভেন অ্যাপারেলস লিমিটেড ১০ সেপ্টেম্বর একটি চুরির মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, অজ্ঞাতপরিচয়ে কয়েকজন চোর স্টোর রুমের জানালার গ্রিল কেটে ৬৭ লাখ ২৬ হাজার ৮৫০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

পরে সহকারী পুলিশ কমিশনারের (বন্দর জোন) সার্বিক তত্ত্বাবধানে ইপিজেড থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল আজ শুক্রবার ইপিজেড থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা চালায়। অভিযানে মো. এমাদুল ও মো. বাদলকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের কাছ থেকে ১২৫টি বিভিন্ন রংয়ের সেলাইয়ের সুতা, মেটাল জিপার ও অন্যান্য জিপার (বিভিন্ন মাপ ও রংয়ের), একটি নীল রংয়ের বস্তার ভেতরে ২১ কেজি ৪০০ গ্রাম জিপার, একটি সাদা রংয়ের বস্তায় ২৪ কেজি ২০০ গ্রাম জিপার জব্দ করা হয়। যেগুলোর আনুমানিক দাম ১৫ লাখ টাকা।