আকবরশাহ্ থানা-পুলিশের হেফাজতে গ্রেপ্তার ৩ ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের (সিএমপি) আকবরশাহ্ থানা-পুলিশের অভিযানে চুরি করা মোটরসাইকেল ও টাকা, দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীতাকুণ্ড ও আকবরশাহ্ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, আকবরশাহ্ থানাধীন নন্দন হাউজিং সোসাইটি এলাকার ঈগল স্টার টেক্সটাইল মিলস লিমিটেড নামীয় ফ্যাক্টরির পেছনে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে ১৬ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার দিকে ইমরান হোসেনের গলায় টিপ ছোরা ধরে মোটরসাইকেল ও ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় ইসমাইল ওরফে সোহেল, সাকিব আহমেদ ও সালাউদ্দিন ওরফে রানা। পরে ভুক্তভোগী ইমরান সিএমপির আকবরশাহ্ থানায় এ বিষয়ে মামলা করেন।

মামলার পরিপ্রেক্ষিতে সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ানের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফুল করিম ও সহকারী পুলিশ কমিশনার মঈনুর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

ওসি গোলাম রব্বানীর নেতৃত্বে এসআই টিটু নাথ ফোর্সসহ সীতাকুণ্ড এবং আকবরশাহ্ থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় মোটরসাইকেল ও ৫০০ টাকা এবং টিপ ছোরা জব্দ করা হয়।