জব্দ করা টাকাসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি : সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার অভিযানে স্বর্ণালংকার ও টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, চলতি বছরের ৮ মে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিট থেকে ৯ মে আনুমানিক রাত ৮টা ৩০ মিনিটের মধ্যবর্তী সময়ে কয়েজকজন চোর খুলশী থানাধীন হাজী নুর আহমদ সড়কে অবস্থিত একটি বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে থাকা স্টিলের ও কাঠের কেবিনেট ভেঙে ২৮ দশমিক ৫ ভরি স্বর্ণালঙ্কার ও ২০ হাজার টাকা চুরি করে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে খুলশী থানায় ১২ মে মামলা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনারের (বায়েজিদ বোস্তামী জোন) নেতৃত্বে আজ মঙ্গলবার একটি দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মো. ইসমাইল হোসেন আজাদ (৩৭) ও মো. হোসেন (৩৩)। ওই সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

সিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত।

সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার ইসমাইলের নামে ডবলমুরিং মডেল থানায় মাদকের আটটি মামলা হয়েছে।