গ্রেপ্তার আসামি। ছবি : বাংলাদেশ প্রতিদিন

নাটোরের সিংড়া থানার ধর্ষণ মামলায় পলাতক আসামি নওশাদ আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-১৩ এর সহায়তায় অভিযান চালিয়ে রংপুর মহানগরীর সিও বাজার এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। খবর বাংলাদেশ প্রতিদিনের।

র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্প থেকে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামি নাটোরের সিংড়া থানার শৈলমারী গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেনর, চলতি বছরের ৩১ আগস্ট রাতের খাওয়া শেষ করে ভুক্তভোগী তাঁর রুমে ঘুমিয়ে পড়ে। রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাহিরে গেলে আসামি নওশাদ ভুক্তভোগীর ঘরের ভেতর প্রবেশ করে লুকিয়ে থাকেন।

পরে ভুক্তভোগী ঘরে এসে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। এই সময় আসামি খুনের হুমকি দিয়ে ধর্ষণ করেন। ওই সময় ধস্তাধস্তির শব্দে ও ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসতেই আসামি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ ঘটনায় ভুক্তভোগী গ্রামে বিচারের চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় মামলা করেন। মামলার পর থেকে নওশাদ পলাতক ছিলেন।

মামলার সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ এর সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।