গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যরা। ছবি বাংলাদেশ পুলিশ

মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার পুলিশ অভিযান চালিয়ে একটি কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়ন কাউন্সিলর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাব্বি (১৭) ১৩ অক্টোবর বেলা ১১টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে কিশোর গ্যাং দলের চার সদস্য রাব্বিকে ধল্লা বাজারের আলী সুপার মার্কেটের গলিতে নিয়ে মারধর করে এবং দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা দিয়ে টিকটক তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও টিকটকে আপলোড করে। এবং ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়।

এ ঘটনা দৈনিক ইত্তেফাক পত্রিকায় “শিক্ষার্থীকে পিটিয়ে টিকটক বানাল কিশোর গ্যাং”শিরোনামে প্রকাশিত হলে তা মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের দৃষ্টিগোচর হয় ।

পরে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জের সার্বিক সহযোগিতায় এসআই মো. রফিকুল ইসলাম, এএসআই আমজাদ হোসেন ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকস একটি আভিযানিক টিম আজ সোমবার সিংগাইর থানা ও ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত কিশোর গ্যাং দলের সদস্যকে গ্রেপ্তার করে। এরা হলো নুরুজ্জামান মাহমুদ (১৬), রবিউল হাসান (১৭), তামিম (১৫) ও ফারদিন (১৬)।

এই কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্য ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।