পুলিশি হেফাজতে দুই আসামি ও জব্দকৃত পলিথিন। ছবি: পুলিশ নিউজ

হাইওয়ে পুলিশ গাজীপুর অঞ্চলের আওতাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি নিষিদ্ধ পলিথিন এবং একটি ট্রাক জব্দ করেছে। জব্দকৃত পলিথিনের আনুমানিক দাম ৭ লাখ ৬০ হাজার টাকা। এ সময় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থানা এলাকার নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মিলন রায় (২৮) ও শামীম (২৭)। আসামিদের উভয়ের বাড়ি রংপুর জেলায়।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জব্দকৃত ট্রাকে নিষিদ্ধ পলিথিন পরিবহনের কথা জানান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১০টি বড় প্লাস্টিকের বস্তা এবং ৭৫টি ছোট প্লাস্টিকের বস্তা থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় হাইওয়ে পুলিশ।