চাঁদপুরের হরিণাঘাট নৌ ফাঁড়ির অভিযানে উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়। ছবি: পুলিশ নিউজ

মেঘনা নদীর বিভিন্ন শাখায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নেমে ১১ লাখ ৮৬ হাজার ৯০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে চাঁদপুরের হরিণাঘাট নৌ ফাঁড়ি।

ফাঁড়ির পরিদর্শক ও সঙ্গীয় অফিসাররা শনিবার এসব অভিযান চালান।

অভিযানে জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ ৭ হাজার টাকা।

একই অভিযানে ৫৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা। এ ছাড়া জেলেদের দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়।

উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়। নৌকা দুটি নৌ পুলিশের হেফাজতে রাখা হয়েছে।